নয়াদিল্লি: হড়পা বানের(Sudden Flash Flood) তাণ্ডবে জর্জরিত উত্তরাখণ্ড, কাশ্মীর। বানের জেরে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। এবার সতর্কতা জারি করা হল দিল্লিতেও। জল বাড়ছে যমুনার। ফলে আগামী দু’দিনের মধ্যে রাজধানীর যমুনা নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠতে পারে। এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
Read More: মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পদক্ষেপ বিরোধীদের, ইমপিচমেন্ট প্রস্তাব আনার ভাবনা ইন্ডিয়া জোটের
রবিবার দিল্লি সরকার সতর্কতা জারি করেছে। সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দফতর জানিয়েছে, ১৯ অগস্ট রাত ২টোর মধ্যে ২০৬ মিটারের বিপদসীমা অতিক্রম করতে পারে যমুনার জলস্তর।(Sudden Flash Flood) রবিবার বিকেলে হাথনিকুণ্ড ব্যারেজ থেকে ১.৭৬ লক্ষ কিউসেক জল ছাড়া হয়।। এরপর দ্রুত জলস্তর বাড়ছে নদীতে। জলস্তর ক্রমাগত বাড়তে থাকলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতি ঘণ্টায় ওয়াজিরাবাদ ও হাথনিকুণ্ড ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়া হচ্ছে। এর ফলেই নদীর জলস্তর বাড়ছে। দিল্লিতে যমুনার স্বাভাবিক স্তর ২০৪.৫০ মিটার, বিপদসীমা ২০৫.৩৩ মিটার। নদীর জলস্তর ২০৬ মিটার অতিক্রম করলে মানুষকে বিপদজনক এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1957382854960410982
বন্যা নিয়ন্ত্রণ দফতর আরও জানিয়েছে, হাথনিকুণ্ড ব্যারেজ থেকে প্রতি ঘণ্টায় প্রায় ৩৮,৮৯৭ কিউসেক এবং ওয়াজিরাবাদ ব্যারেজ থেকে প্রায় ৪৫,৬২০ কিউসেক জল ছাড়া হচ্ছে। কর্তৃপক্ষের মতে, হাথনিকুণ্ড থেকে ছাড়া জল সাধারণত ৪৮ থেকে ৫০ ঘণ্টায় রাজধানীতে পৌঁছায়। যমুনার জলপ্রবাহ এবং বন্যার সম্ভাবনা বোঝার জন্য পুরনো রেলওয়ে ব্রিজ এখনও একটি গুরুত্বপূর্ণ নজরদারি কেন্দ্র।