কলকাতা: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! কিন্তু সেভাবে প্রভাব পড়বে না বাংলায়। তাই আপাতত টানা বৃষ্টির থেকে রেহাই।(Weather Update) তবে, সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে উপকূলীয় জেলাগুলিতে। এমনই জানাচ্ছে হাওয়া অফিস।
Read More: বেআইনিভাবে উচ্ছেদ করা হল বহু বাঙালি পরিবারকে! অগ্নিগর্ভ বিজেপিশাসিত অসম
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। মূলত দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব বেশি থাকবে। মঙ্গলবার দুপুরে এটি স্থলভাগে ঢুকতে পারে। তবে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব নেই বঙ্গে।
হাওয়া অফিসের পূর্বাভাস,(Weather Update) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে বৃষ্টি কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। এছাড়া বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমের জেলাগুলি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা। দিনভর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি জারি থাকবে। কলকাতাতেও প্রায় একইরকম আবহাওয়া থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। আংশিক মেঘলা আকাশ, মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।
Link: https://x.com/ekhonkhobor18/status/1957339033077760157
আবার, উত্তরবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টির পরিমাণ।