জয়পুর : ফের মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটল রাজস্থানের(Rajasthan )জয়পুরে। চাপা দেওয়ার পর ১০ ফুট হিঁচড়ে নিয়ে গেল গাড়ি! মৃত্যু হয়েছে এক প্রাক্তন সেনা আধিকারিকের। গত ১৫ আগস্ট এই দুর্ঘটনা ঘটে জয়পুরের রাস্তায় দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়ির নিচে চাপা পড়ার পর ওই অবস্থায় ১০ ফুট হিঁচড়ে নিয়ে যায় গাড়ি।
Read More: বাংলার মসলিনে মোহিত বিশ্ব! রাজ্যে এলেন জাপানের কাপড় ব্যবসায়ীরা
জানা গিয়েছে, প্রাক্তন ওই সেনা কর্তার নাম নারসারাম জাজরা। পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসের দিন জাজরা নিজের সাইকেলে করে চিত্রকূট স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে সাইকেল-সহ গাড়ির নিচে পড়ে যান তিনি। ওই অবস্থাতেই তাঁকে ১০ ফুট টেনে নিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাক্তন ওই আধিকারিকের। ওই অবস্থাতেই গাড়ি নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চিহ্নিত করা গিয়েছে গাড়ির চালককে।

দুর্ঘটনাটি ঘটে ভোরের দিকে। সেই সময় রাস্তায় খুব বেশি লোক ছিলেন না। পরে পথচারীদের কাছ থেকে দুর্ঘটনার কথা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতকে হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সিসিটিভিতে দেখা গিয়েছে ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন একজন মহিলা। তাঁর শিশুটি গাড়ির যাত্রী আসনে বসে ছিল। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। মর্মান্তিক এক ঘটনার পর মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1956722978571604171?t=katyPof9xj9LVv1pGrOldw&s=19
উল্লেখ্য, এই ঘটনা জয়পুরে প্রথমবার নয়। দুই সপ্তাহ আগে এই জয়পুরেই(Rajasthan )এক কিশোরকে পিষে দিয়েছিল ট্রাক। যার জেরে মৃত্যু হয় তার। জয়পুরের রাস্তায় বারবার এভাবে বেপরোয়া গাড়ির দাপটে ঘুম উড়েছে এলাকাবাসীর। ইতিমধ্যেই তাঁরা কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।