বনগাঁ : ফের বিতর্কের কেন্দ্রে বঙ্গ গেরুয়া শিবির। বনগাঁ মহকুমা আদালতের ল’ক্লার্ককে গালিগালাজ ও হেনস্থা করার অভিযোগ উঠল বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির নব্য সভাপতি(BJP District President) বিকাশ ঘোষের বিরুদ্ধে। ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন ওই ল’ক্লার্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন তিনি।
এই ঘটনায় তৃণমূলের কটাক্ষ, “মানুষের কাছে গণধোলাই খাবে ওই বিজেপি নেতা।” তবে সব অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সভাপতি জানিয়েছেন ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি কথা না বাড়িয়ে ঘটনাস্থল থেকে চলে আসেন।
সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ কর্মসূচি সেরে বাড়িতে ফিরছিলেন বিজেপির বনগাঁ সাংগাঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ। সেই সময় বনগাঁ আদালত চত্বরে নিজের দোকানের সামনে বাইক দাঁড় করিয়ে রেখেছিলেন বনগাঁ মহকুমা আদালতের ল’ক্লার্ক গণেশ বিশ্বাস। সেই সময় বিকাশের গাড়ি এসে ধাক্কা মারে গণেশের বাইকে। তা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন দু’পক্ষ। অভিযোগ, বচসা চলাকালীন বিজেপি নেতা গালিগালাজ করেন। এমনকী মারতেই উদ্যত হন।

গণেশ জানিয়েছেন, “দোকান বন্ধ করার জন্য দাঁড়িয়ে ছিলাম। সেই সময় আমার বাইকে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। আমি স্বাভাবিকভাবেই রেগে যাই। চিৎকরা করি। ওই ব্যক্তি আমাকে মারতে এগিয়ে আসে। খুব খারাপ ভাবে কথা বলতে থাকে। আশেপাশের লোকজন না থাকলে হয়তো আমাকে মারধর করতেন। পরে জানতে পারি উনি বিজেপির বনগাঁ সাংগাঠনিক জেলার সভাপতি।(BJP District President) থানায় অভিযোগ জানিয়েছি। নিরাপত্তাহীনতায় ভুগছি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1955942661652930648
ঘটনায় বিজেপিকে নিশানা করতে ছাড়েনি তৃণমূল। “বিজেপির কোনও কালচার নেই। মানুষের উপর বুলডোজার চালাতে চায় এরা। রাজনীতিতে মানুষ শেষ কথা বলে। ওরা মানুষের উপর বিশ্বাস রাখে না। নব্য নিযুক্ত এই জেলা সভাপতি মানুষের কাছে গণধোলাই খাবেন। ওর এলাকার মানুষ ওকে পছন্দ করে না শুনেছি”, জানান তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস।