কলকাতা : এসআইআর আবহে ইতিমধ্যেই তোলপাড় দেশের রাজনৈতিক আবহ। এর মধ্যেই ফের বিপাকে বঙ্গ বিজেপি। টাকার বিনিময়ে হিন্দু জাতির শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা পদ্ম-নেতা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে! বনগাঁয় যে সিএএ শিবির চলছে, সেখান থেকেই সেই শংসাপত্র টাকার মাধ্যমে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।(Infiltrator) এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ পাঠালেন বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ। ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
Read More: ৩৬৫ দিনই হল-মাল্টিপ্লেক্সগুলিতে চালাতে হবে বাংলা সিনেমা, নয়া নির্দেশ মমতা সরকারের
গত কিছুদিন ধরেই বনগাঁ এলাকায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সিএএ ক্যাম্প চালাচ্ছেন। ওই ক্যাম্প থেকে মোটা টাকার বিনিময়ে হিন্দু জাতির শংসাপত্র দেওয়া হচ্ছে বলে এবার অভিযোগ উঠল। বাংলাদেশিদের নাগরিকত্ব দিতেই এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এজন্য নাকি ১৫ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে!
Link: https://x.com/ekhonkhobor18/status/1955633189302775929
তৃণমূল নেতা স্থানীয় পুরপ্রধান গোপাল শেঠ বলেন, “এই সিএএ শিবির করে আসলে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার ফাঁদ পাতা হয়েছে। রাজ্য কিংবা কেন্দ্র, কোনও সরকারই তো বলেনি এভাবে সিএএ শিবির করার কথা। ওনাকে কে দায়িত্ব দিল এই শিবির করার? কিছু আইনজীবী মারফত নোটারি করে বাংলাদেশিদের(Infiltrator) দীর্ঘদিনের বাসিন্দা বানানো হচ্ছে। তারপর তাঁকে হিন্দু সার্টিফিকেট দেওয়া হচ্ছে।” এই সার্টিফিকেটের মাধ্যমে অনুপ্রবেশকারীরা এদেশের নাগরিক হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল।