কলকাতা: এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে ফের মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র যদি নির্বাচন কমিশন প্রস্তাবিত এসআইআর(SIR)-কে সমর্থন করে, তাহলে নৈতিকতার দায়ে লোকসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনে যাওয়া উচিত। এমনই মন্তব্য করলেন অভিষেক।
Read More: গরুকে জাতীয় পশু তকমা দিতে চলেছে কেন্দ্র! ফের শুরু বিতর্কের ঝড়
বুধবার সোশাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির উদ্দেশে। তাঁর বক্তব্য, “নির্বাচন কমিশন বলছে ভোটার লিস্ট ভুল এবং বেনিয়মে ভরা। প্রশ্ন হল, এক বছর আগে তো এই ভোটার তালিকাতেই লোকসভা নির্বাচন হয়েছে। সত্যিই যদি ভারত সরকার নির্বাচন কমিশনের এই বক্তব্যকে সমর্থন করে থাকে তাহলে সরকারও এগিয়ে আসুক। নৈতিকতার খাতিরে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। যদি সত্যিই কেউ এসআইআর-কে সমর্থন করেন, তাহলে তো বলতে হবে এই দেশের জনতার সঙ্গে প্রতারণা করা হচ্ছে।”
শুধু সরকারকে নয়, নির্বাচন কমিশনকেও একাধিক চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক। তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচন কমিশনার যদি সত্যিই নিজেকে নিরপেক্ষ বলে মনে করেন, তাহলে শুধু ভোটমুখী রাজ্যগুলিতে সংশোধন না করিয়ে গোটা দেশে এসআইআর(SIR) করুন। যদি সত্যিই নিরপেক্ষ হন, তাহলে ক্রোনোলজিটা বুঝুন। প্রথমে লোকসভা ভেঙে দিন। গোটা দেশে এসআইআর করুন তারপর নির্বাচনে যান। মানুষের মুখোমুখি হন।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1955595885863424360
প্রসঙ্গত, এসআইআর ও ভোটার তালিকার ত্রুটি নিয়ে বিরোধীরা আন্দোলনে নেমেছে। ভোটমুখী বিহারে সারমেয় থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের নামেও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট! তা নিয়েও প্রতিবাদে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে সম্মিলিতভাবে আন্দোলন করছে ইন্ডিয়া জোট। এই ইস্যু নিয়ে গত মঙ্গলবারই অভিষেক কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, নৈতিকতা থাকলে লোকসভা ভেঙে দেশজুড়ে এসআইআর করান। ফের একবার মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।