নয়াদিল্লি : এসআইআর নিয়ে তোলপাড় সারা দেশের রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সংসদে প্রতিবাদের ঝড় তুলেছে বিরোধী দলগুলি। এই আবহেই মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনা ঘটল কলকাতা হাইকোর্ট চত্বরে। ভোটার তালিকা থেকে নাম বাতিলের আশঙ্কায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা(Suicide Attempt) করলেন এক মহিলা! ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যে ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক পরীক্ষা হবে। ঘটনার পরে হাইকোর্ট চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তাও।
সূত্রের খবর, সমবায় ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তিন মহিলার। হঠাৎ করে নাম বাদ পড়াতে রীতিমতো আতঙ্কিত পড়েন ওই তিন মহিলা। এরপরেই এদিন সকালে শীর্ষ আদালতের ই গেটের সামনে জড়ো হয়ে তিন মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর মধ্যেই এক মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা(Suicide Attempt) করেন এক মহিলা। শরীরে আগুন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে রক্ষা করে। আপাতত মহিলার অবস্থা স্থিতিশীল।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়ার বাসিন্দা ওই দুই মহিলা। শুধু তাই নয়, আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সক্রিয় সদস্যও। প্রতিবাদী মহিলাদের অভিযোগ, গত ২০১৭ সালে ওই সমবায় তৈরি হয়। এরপর ২০২৫ সালে নির্বাচন হয় এই কো-অপারেটিভের। সেখানে নাম বাদ যায় ওই মহিলার নাম। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955197606726078491