কলকাতা: ফের নিম্নচাপের জেরে সারা রাজ্যে দুর্যোগের আশঙ্কা! এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।(Weather Update)সমুদ্রও উত্তাল হবে। সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি। ১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা!
Read More: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে মন্ত্রীদের ভূমিকা কী হবে! জানালেন মুখ্যমন্ত্রী
আবার, মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা অমৃতসর, চণ্ডিগড়, শাহজাহানপুর, লখনউ, গোরখপুর, দ্বারভাঙ্গা এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বাড়বে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Weather Update) বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। বুধবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ওই দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়ার পাশাপাশি ঝাড়গ্রামেও ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1955194013008662772
উত্তরবঙ্গে মঙ্গলবার থেকেই চলবে বৃষ্টি। এদিন ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কমবে।