কলকাতা : আসন্ন করম পুজো উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থদফতর। আগামী ৩ সেপ্টেম্বর করম পুজো। সেদিন সমস্ত সরকার ও সরকারপোষিত দফতর, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েতে ছুটি থাকবে। যেহেতু এই পুজোর নির্দিষ্ট দিন থাকে না, তাই সরকারি ছুটির তালিকায় করম পুজোর কথা থাকে না। আলাদা করে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি।
তিথি অনুযায়ী পার্শ্ব একাদশীর দিন হয় করম পুজো। এই পুজোর প্রস্তুতি শুরু হয় সাত দিন আগে থেকে। কংসাবতী নদীর চর থেকে মাটি সংগ্রহ করে সেখানে নানা শস্যদানা রোপণ করেন মহিলারা। তারপর সেগুলি অঙ্কুরিত হয়। করম পুজোর দিন তা তুলে পুজো হয়। হয় নাচগানও। কুড়মি ছাড়াও আদিবাসীরা সম্প্রদায়ের মানুষজন মেতে ওঠেন উৎসবে।
উল্লেখ্য, আদিবাসী অধ্যুষিত ছোট নাগপুর মালভূমি এলাকায় হইহই করে পালিত হয় করম উৎসব। রাঢ় বাংলার পুরুলিয়া ছাড়াও সংলগ্ন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড়ের আদিবাসীরা করম পুজো উদযাপন করেন। আর এই করম, ভাদু উৎসবের হাত ধরেই উমার আগমনী সূচিত হয় বাংলায়। ২০২৩ সালে প্রথমবার করম পরবে পূর্ণদিবস ছুটি ঘোষণা করে রাজ্য।