বোলপুর: বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর চলছে অকথ্য অত্যাচার। এর বিরোধিতায় পূর্বেই ভাষা আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে কোনঠাসা করার রাজনীতি এবং বাঙ্গালীদের হেনস্থা রুখতে এবার নয়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। বোলপুর থেকে ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ”দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার। ওদের উপর অত্যাচার হলে দালালরা থাকে না, পালিয়ে যায়। ওঁরা ফিরে এলে এখানে যদি থাকার জায়গা থাকে, তাহলে তো ভালো। আর তা না থাকলে, আমরা ক্যাম্প বানিয়ে দেব। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কর্মশ্রী প্রকল্পে ওঁদের কাজের ব্যবস্থা করে দেব। ওঁদের জব কার্ড দিয়ে দেওয়া হবে।”
এই মর্মে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ”বাইরে আমাদের ২২ লক্ষ। পরিযায়ী শ্রমিক কাজ করে। তাঁদের সবাইকে ফিরিয়ে আনুন এবার।” এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারের তৈরি সেলের দায়িত্বে রয়েছে বীরভূমের ভূমিপুত্র তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে সামিরুল ইসলামকেই নির্দেশ দিয়ে বলেন, “ওঁদের ফেরানোর ব্যবস্থা করো।”




