কলকাতা : বিহারের তালিকা থেকে বাদ যাচ্ছে বহু ভোটারের নাম! গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটা হচ্ছে! একজন বাঙালির সঙ্গে ঢুকিয়ে দেওয়া হচ্ছে চারজন ভিনরাজ্যের মানুষের নাম! এই অভিযোগ তুলেই সোমবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেঁধে দিলেন লড়াইয়ের সুর। সাফ জানিয়ে দিলেন, বাংলার একজনের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে আন্দোলনে নামবে তৃণমূল।
নেত্রীর দাবি, যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে, সেটা সুপার এমার্জেন্সির শামিল। মমতার হুঁশিয়ারি, “বাংলার একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়লে আন্দোলন হবে। দরকারে দিল্লিরাজের পতন ঘটাতে হবে। দিল্লিতে গিয়ে আন্দোলন হবে। কমিশনের দফতর ঘেরাও হবে।”
প্রসঙ্গত, বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারী-সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই নাকি এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনই জানিয়েছে কমিশন। তাদের কথায়, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। কিন্তু তৃণমূলের অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ আসলে ঘুরপথে এনআরসি কার্যকর করবার চেষ্টা। বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে তারা, এমনই মনে করছে ঘাসফুল শিবির।