কলকাতা: ধর্মতলায় একুশের মঞ্চে বক্তব্য রাখতে ইতিমধ্যেই উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই বিজেপিকে একহাত নিয়ে বক্তব্য শুরু করলেন অভিষেক। বিজেপিকে বাংলাবিরোধী তকমা দিয়ে আগামীতে এক ইঞ্চি জমি না ছাড়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক।
২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘‘বিজেপিকে প্রথম বাংলাবিরোধী আমরা বলেছি। আমরা জনতার গর্জনের ডাক দিয়েছিলাম। শুধু রাজনৈতিক স্লোগান নয়। সেটাই বিজেপির আসল চরিত্র। বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে। টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, বাংলাবিরোধী।’’
অভিষেক বলেন, ‘‘আমরা বাংলায় কথা বলি। ১০০ বার বলব। গর্ব করে বলব। ২০২৬ সালের পর বিজেপিকে দিয়েও ‘জয় বাংলা’ বলাব। লিখে রাখুন।’’ পদ্মফুল উপড়ে ফেলার হুঁশিয়ারি দিলেন অভিষেক।
অভিষেক বলেন, ‘‘আমরা মেরুদণ্ড বিক্রি করব না। গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বেরোবে। এক দিকে ইডিকে ব্যবহার করা হচ্ছে। আর এক দিকে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। দু’টি ই-কে কাজে লাগাচ্ছে। কেউ ভয় পাবেন না।’’