কলকাতা: নিম্নচাপ সরে যেতে টানা বৃষ্টির হাত থেকে মুক্তি পেয়েছেন রাজ্যবাসী। বেশকিছু জেলায় রোদের দেখা পাওয়া যাচ্ছে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে ফের বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক জেলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কার্যত, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে শুক্রবার দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কোনও কোনও জেলার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। রবিবার অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার ও উত্তর দিনাজপুরে।