কলকাতা: দীর্ঘদিন ধরেই বঙ্গ বিজেপির অন্দরে দিলীপ বিরোধী সুর উঠছিল। এর মাঝেই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাতে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়েও উঠছিল একাধিক প্রশ্ন। এবার সেই প্রশ্নেরই উত্তর দিয়ে তিনি স্পষ্ট করলেন যে, দুর্গাপুরে মোদির সভায় থাকছেন না তিনি। বললেন, “কর্মীরা ডেকেছিলেন। কিন্তু দল চায় না আমি সভায় থাকি।”
শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ। বিমানবন্দরে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন, দলের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেকটা। তিনি জানান, দলের কাজে তিনি দিল্লি যাচ্ছেন। কিন্তু মোদির সভার দিনেই কেন দিল্লি সফর? দিলীপের কথায়, “আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজ।”
দলের মধ্যে দিলীপ ঘোষকে নিয়ে দ্বন্দ্বের কানাঘুষো বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। এর মধ্যেই দিলীপ ঘোষের বিয়ের সময় থেকেই দলীয় কোন্দলের গুঞ্জন আরও তীব্র হয়। এরপর জগন্নাথধামের উদ্বোধনে দিঘায় তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দিলীপের ‘আড্ডা’ দেখে জল্পনার মোড় অন্যদিকে ঘোরে। তৃণমূল শিবিরে কি নাম লেখাবেন দিলীপ ঘোষ! এই প্রশ্ন ওঠে নানান মহলে। তবে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর ছবিটা বদলাবে বলেই আশা করেছিলেন সকলে। কিন্তু মোদীর সভায় তাঁর গরহাজিরি আদতে বঙ্গ বিজেপির অন্দরের ফাটলকে আরও তীব্র করল।