প্রতিবেদন : নির্মম পুলিশি স্বেচ্ছাচারের সাক্ষী রইল নিম্ন অসমের গোয়ালপাড়ার পৈকান সংরক্ষিত বনাঞ্চল এলাকা। বেআইনি উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় নির্বিচারে গুলি চালাল পুলিশ ও বনবিভাগের যৌথবাহিনী! শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশের গুলিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।
অসম সরকার কিছুদিন আগে যে বেআইনি জবরদখল সরানোর অভিযান শুরু করেছে, তার মধ্যে রয়েছে এই অঞ্চলটিও। গত শনিবার রাজ্য সরকার পৈকান সংরক্ষিত বনের প্রায় ১৪০ হেক্টর জমি ফাঁকা করে দেয়। বুলডোজার চালিয়ে কয়েকশো অস্থায়ী বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, ভেঙে দেওয়া নির্মাণের মধ্যে বেশ কয়েকটি মসজিদও রয়েছে। সরকারের দাবি, মসজিদগুলি বাংলাভাষী পরিযায়ী মুসলিমদের তৈরি করা।
যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, উচ্ছেদ শুরু হওয়ার পরেই জবরদখলকারীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে স্থানীয়দের বয়ানের সাথে মেলেনি সেই বক্তব্য। স্থানীয় সূত্রে খবর, জবরদখলকারীরা এদিন শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু, রাজ্য সরকারের যৌথ বাহিনী তাঁদের সরাতে প্রথম থেকেই লাঠিচার্জ শুরু করে। আর তার ফলেই ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। এদিনের সংঘর্ষে বেশ কয়েকজন জখম হওয়ার ফলে তাঁদের গোয়ালপাড়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।