প্রতিবেদন : অসুস্থ হয়ে পড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। সম্প্রতিই তেলেঙ্গানা সফরে গিয়ে সংক্রমণের শিকার হন তিনি। আপাতত দিল্লির হাসপাতালে ভর্তি বিচারপতি গাভাই। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। প্রধান বিচারপতির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
‘লাইভ ল’ সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার কারণে মঙ্গল ও বুধবার শীর্ষ আদালতের কার্যভার থেকে অব্যহতি নিচ্ছেন তিনি। গত ১২ জুলাই তেলেঙ্গানা সফরে হায়দরাবাদের নালসাল আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি গাভাই। ওই দিন তিনি একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। মনে করা হচ্ছে, সেই সময়েই তিনি রোগে সংক্রামিত হন। যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-তিন দিনের মধ্যেই দেশের প্রধান বিচারপতিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে সূত্র।
প্রসঙ্গত, নালসাল আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ভাষণে গাভাই বিচার প্রক্রিয়ার বিলম্ব নিয়ে সরব হন। “আমাদের দেশ এবং আইনি ব্যবস্থা অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিচারে বিলম্ব কখনও কখনও দশকের পর দশক ধরে চলছে। আমরা এমন ঘটনাও দেখেছি যেখানে বিচারাধীন অবস্থায় বছরের পর বছর জেলে থাকার পরও কেউ নির্দোষ প্রমাণিত হয়েছেন। দেশের সেরা প্রতিভারাই এমন সমস্যার সমাধান করতে পারে”, জানান তিনি।