বহরমপুর : এবার অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ান শুভজিৎ রায়কে সংবর্ধনা দিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। শুভজিৎ বাড়ি ফেরার পরই উন্মাদনা দেখা যায় এলাকায়। সোমবার সেই শুভজিৎকে সংবর্ধনা দেওয়া হল। জেলা প্রশাসনের কাছে এমন সম্মান পেয়ে আপ্লুত বিএসএফ জওয়ান ও তাঁর স্ত্রী রিয়া রায়। এদিন বহরমপুর প্রশাসনিক ভবনে হওয়া সংবর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক-সহ অন্য অধিকারিকরা।
গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ জনের। যার মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। সেই সন্ত্রাসবাদী হামলার পালটা ৬ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। এই অপারেশনের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভারতের হামলায় গুঁড়িয়ে যায় ৯টি জঙ্গিঘাঁটি।
এরপর পাক সীমান্তবর্তী রাজ্য জম্মু-কাশ্মীর, থেকে গুজরাট পর্যন্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। যদিও তাদের সে হামলা রুখে দেয় ভারতের ‘আকাশ’ প্রতিরক্ষা ব্যবস্থা। পালটা পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতও। চাপের মুখে পড়ে ভারতের কাছে সংঘর্ষবিরতির প্রস্তাব পাঠায় পাকিস্তান। ভারত সম্মতি দিলে কার্যকর হয় যুদ্ধবিরতি।
সোমবার সংবর্ধনা পাওয়ার পর উচ্ছসিত বিএসএফ জওয়ান শুভজিৎ জানান, অপারেশন সিঁদুর অভিযানের অংশ হতে পেরে তিনি গর্বিত। এখনও দেশের সেবা করতে চান বলেও জানিয়েছেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপারেশন সিঁদুরের পরে সীমান্ত এলাকার সেই সময়কার পরিস্থিতি বর্ণনা করেন বিএসএফ জওয়ান। স্বামীর এহেন সাফল্যে গর্বিত তারঁ স্ত্রী রিয়াও।