কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। গত ১৬ জুন থেকে এসএসসি পোর্টালের মাধ্যমে নিয়োগের আবেদন নেওয়া শুরু হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুলাই পর্যন্ত আবেদনের জমা দেওয়ার কথা ছিল। এবার শিক্ষক নিয়োগের আবেদনের সেই সময়সীমা আরও ৭ দিন বাড়ানো হবে বলে জানানো হল।
সূত্রের খবর, চাকরিপ্রার্থীদের কথা চিন্তা করে ১৪ জুলাইয়ের পর আরও সাতদিন আবেদনের সময়সীমা বাড়াতে চলেছে এসএসসি। অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
এসএসসি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির প্যানেলে বাতিলের রিভিউ পিটিশন দায়ের করছে। জুলাই মাসের শেষ দিকে পিটিশনের শুনানি হওয়ার কথা। তাছাড়া ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে চারদিন পোর্টাল বন্ধ ছিল। সেই সময় অনেকেই আবেদন করতে পারেননি।
সব মিলিয়ে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যাতে নিয়োগের সুযোগ বেশি করে পায় তার জন্যই আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে। উল্লেখ্য, জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত ৪ লক্ষ ১০৪টি নিয়োগ পরীক্ষার আবেদন জমা পড়েছে।