প্রতিবেদন: প্রায় ২০ বছর ধরে স্বাধীনতা চেয়ে আন্দোলন করছে বালোচরা। চলতি বছরে জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে হইচই ফেলে দিয়েছিল বালোচ লিবারেশন আর্মি। দীর্ঘদিন ধরে স্বাধীনতাকামী বালোচ বিদ্রোহীরা এবার ‘অপারেশন বাম’ শুরু করেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে।
সূত্রের খবর, গোটা বালোচিস্তানজুড়ে আক্রমণ শানিয়েছে বালোচ লিবারেশন ফ্রন্ট। এএনআই সূত্রে খবর, একসঙ্গে চার জেলার বিভিন্ন এলাকায় ১৭টি হামলা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মূলত সরকারি ভবন এবং সম্পত্তি লক্ষ্য করে হামলা হয়।
বিএলএফের তরফে জানানো হয়, সামরিক ঘাঁটি, পুলিশ চৌকি, যোগাযোগ এবং প্রশাসনিক ভবনগুলিকে নিশানা করে হামলা চালিয়েছে তারা। তবে পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আপাতত বালোচিস্তানে আরও বেশি করে সেনা এবং আধাসেনা মোতায়েন করছে পাকিস্তান।
তবে অসমর্থিত স্থানীয় সূত্রে খবর, কেছ এবং পাঞ্জগুরের যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরবাটে গ্রেনেড বিস্ফোরণের জেরে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার সকালে জানা যায়, বালোচিস্তানে বাস থেকে যাত্রীদের অপহরণ করে তাদের খুন করা হয়েছে। একাধিক বাস থেকে যাত্রীদের অপহরণ করা হয়েছে বলেই সূত্রের খবর। পরে পার্বত্য এলাকা থেকে তাঁদের গুলিবিদ্ধ মৃতদেহ মেলে। যদিও এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। তবে এই আবহে সন্দেহের আঙুল উঠছে বালোচদের দিকেই।
প্রসঙ্গত, পাকিস্তানে বালোচদের এই বিদ্রোহ এবার কী রূপ নেয় তার দিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। বালোচদের এই বিদ্রোহকে নাম দেওয়া হয়েছে অপারেশন বাম। যার অর্থ নতুন ভোর। এবার কি তাহলে স্বাধীন ভোরের লক্ষ্যে সফল হবে বালোচিস্তান!