নয়াদিল্লি: তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবার পর পর থেকেই বাংলাকে আরও শিল্পবান্ধব করে তোলার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তাঁর নেতৃত্বাধীন সরকার। শিল্পোন্নয়নে নতুন দিশা দেখেছে বাংলা। বৃহস্পতিবার চর্ম ও কুটির শিল্পের বিপণন কেন্দ্র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই শিল্পক্ষেত্রে বাংলার সাফল্যকে স্বীকার করতে বাধ্য হলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রমেশ অবস্তি। মেনে নিলেন, চর্মশিল্পে বাংলাই দেশের মধ্যে সেরা।
এদিন সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে চর্মশিল্পের ভবিষ্যত নিয়ে আলোচনায় দেশের বিভিন্ন বণিকসভার সদস্যদের উপস্থিতিতে বাংলার চর্মশিল্পের অগ্রগতির প্রসঙ্গ উঠে আসে। সূত্রের খবর, সেখানেই চর্মশিল্পে বর্তমানে দেশের মধ্যে বাংলার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন কানপুরের বিজেপি সাংসদ।
পাশাপাশি তিনি মেনে নিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের জন্যই বাংলার ট্যানারি শিল্পের এত উন্নয়ন। বিজেপি সাংসদের মুখে বাংলা এবং মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় কমিটিতে থাকা অন্যান্য সদস্যরাও সহমত হয়েছেন, এমনই জানিয়েছে সূত্র।