প্রতিবেদন : আহমেদাবাদের ভয়াবহ বিমান-বিপর্যয়ের পর এখনও কাটেনি এক মাস। এর মধ্যেই রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল বায়ুসেনার বিমান। বুধবার বেলার দিকে রাজ্যের চুরু জেলায় ভেঙে পড়ল বোমারু যুদ্ধবিমান জাগুয়ার। দুর্ঘটনার জেরে পাইলট-সহ মোট ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এই নিয়ে গত তিন মাসে ২টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল দেশে। জানা যাচ্ছে, এই দুর্ঘটনা ঘটে চুরু জেলার রত্নাগড় শহর এলাকায়। গ্রামবাসীদের কথায়, বেলার দিকে হঠাৎই বিকট শব্দ শোনা যায়। কী ঘটেছে, প্রথমে তা বোঝা না গেলেও কিছুক্ষণ পর দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে এক বিমানের ধ্বংসাবশেষ। দাউ দাউ করে জ্বলছে আগুন। বিষয়টি নজরে আসতেই প্রাথমিক উদ্ধারকাজে নামেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় থানার পুলিশ আধিকারিকের থেকে জানা গিয়েছে, দুর্ঘটনার পর ২ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে বিমান থেকে।
প্রসঙ্গত, এই নিয়ে চলতি বছরে দুর্ঘটনার কবলে পড়ল দু’টি জাগুয়ার বিমান। এর আগে গত এপ্রিল মাসে গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়েছিল দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাইলট সিদ্ধার্থ যাদবের। তারও আগে হরিয়ানাতে প্রশিক্ষণ চলাকালীন ভেঙেছিল আরও একটি জাগুয়ার বিমান। পুরনো হলেও ভারতীয় বায়ুসেনার নির্ভরযোগ্য এই বোমারু বিমান একাধিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। যার মধ্যে অন্যতম ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ।