প্রতিবেদন: টানা বৃষ্টির জেরে মর্মান্তিক অবস্থা উত্তর ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে। এই দুই রাজ্যের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। টানা ২ দিনের বৃষ্টিতেই বিপর্যস্ত একাধিক জায়গা। হড়পা বান ও ভূমিধস নেমেছে এই দুই পাহাড়ি রাজ্যের বিভিন্ন জায়গায়। যার ফলে শুধু হিমাচল প্রদেশেই এখনও পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। মৌসম ভবনের পক্ষ থেকে ফের হড়পা বান, ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশের অবস্থা খুবই সাংঘাতিক। নদীগুলির জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে বেশ করেকটি জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। ফলে এই দুই পাহাড়ি রাজ্যেই আটকে পড়েছেন পর্যটকরা। সবচেয়ে খারাপ অবস্থা হিমাচল প্রদেশের। শেষ কয়েকদিনে ৩টি হড়পা বানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মেঘভাঙা বৃষ্টির জেরে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধস নেমেছে। বন্যায় ভেসে গিয়েছে ৩০০-র বেশি গবাদি পশু। ভেঙেছে একাধিক বাড়িঘর।
হিমাচলে এখনও পর্যন্ত চারশোরও বেশি মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খোলা হয়েছে একাধিক ত্রাণশিবির। শুধু মাণ্ডি জেলাতেই ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন ৩০ জন। এছাড়াও আহত অবস্থায় ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যাচ্ছে, পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জলশক্তি দপ্তর। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছনোর কাজও চলছে। এই দুই রাজ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল যৌথ ভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।