পুণে: অভিজাত এক আবাসনের একটি ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণ! অভিযুক্ত একটি কুরিয়ার সার্ভিস সংস্থার এক ডেলিভারি বয়। ওই তরুণী ওটিপির জন্য মোবাইল নিতে ঘরে প্রবেশ করতেই তার পিছন পিছন ওই ডেলিভারি বয়ও ঘরে ঢোকে। জোর করে দিরজা বন্ধ করে ধর্ষণ করে ওই তরুণীকে। এরপরেই পলাতক হয় অভিযুক্ত। এমনকী পালানোর আগে তরুণীর ফোনে সেলফিও তোলে ওই যুবক।
সূত্র মারফত জানা যাচ্ছে, তরুণীর মুখে এক ধরনের তরল স্প্রে করেন অভিযুক্ত। ফলে জ্ঞান হারান ওই তরুণী। তারপরেই ধর্ষণ কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে পালানোর আগে নির্যাতিতার ফোনে যুবক সেলফি তোলে। এই সঙ্গে লিখে যায়—“আবার আসব”। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিণ্ডে বলেন, “বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ব্যাঙ্কের একটি চিঠি নিয়ে ২২ বছরের ওই তরুণীর ফ্ল্যাটে হাজির হন ডেলিভারি বয় যুবক। কুরিয়ার সংস্থার পিন নম্বরের জন্য ফোন নিতে ঘরে ঢোকেন তরুণী। তখনই পিছন পিছন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন যুবক। এর পরই ধর্ষণ করেন বলে অভিযোগ।” তিনি আরও জানান, তরুণীর ফোনে অভিযুক্ত যুবকের একটি সেলফিও মিলেছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে ধরতে পুলিশ দশটি আলাদা আলাদা দল গঠন করেছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে।