প্রতিবেদন : আগামী সেপ্টেম্বরেই এশিয়া কাপ আয়োজনের কথা। তবে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন দিকে গড়াবে, তা এখনও ধোঁয়াশায়। হামলার পরই পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছিল ক্রিকেটমহলের একাংশ। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়তে পারে আইসিসি বা এসিসি আয়োজিত টুর্নামেন্টেও। চলতি বছরে এশিয়া কাপের ভবিষ্যৎ কী? আদৌ মুখোমুখি হবে ভারত-পাক? উঠছে প্রশ্ন। তবে দু’দেশের উত্তপ্ত সম্পর্কের মধ্যেও প্রস্তুতি সেরে রাখছে এসিসি। যার মাথায় রয়েছেন পাকিস্তানের মহসিন নকভি।
এখনও ভারতের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যায়নি। তবে তার আগেই সূচি তৈরি করে রাখা হচ্ছে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ শুরু হবে ৫ সেপ্টেম্বর। ফাইনাল ২১ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৭ সেপ্টেম্বর। যদিও গ্রুপ বিন্যাস কী হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
বিসিসিআইকে একটি চিঠি পাঠিয়েছে এসিসি। যার মূল বক্তব্য হল, ভারতীয় বোর্ড যেহেতু টুর্নামেন্ট আয়োজন নিয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি, তাই এশিয়া কাপের সূচি তৈরি বা সার্বিক পরিকল্পনা করা যাচ্ছে না। যে কোনও টুর্নামেন্ট শুরুর ৬০ থেকে ৯০ দিন আগে স্পনসরশিপ বা মিডিয়াস্বত্বের বিষয়গুলি আলোচনায় স্পষ্ট করে নিতে হয়। নাহলে হাতছাড়া হয়ে যেতে পারে দুটিই। আর সেক্ষেত্রে এসিসি, তথা মহসিন নকভির কাঁধেই চাপবে পুরো দায়।
উল্লেখ্য, এখনও এশিয়া কাপ থেকে সরকারিভাবে নাম প্রত্যাহার করেনি ভারত ও পাকিস্তান। ফলত, এসিসি কর্তারা নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী। ওই টুর্নামেন্ট হবে টি-২০ ফরম্যাটে। কিন্তু বিসিসিআই এখনও পর্যন্ত ভেন্যু বা দিনক্ষণের বিষয়ে কিছু জানায়নি। ফলত উদ্বিগ্ন সম্প্রচারকারী, স্পনসর ও এসিসি।