প্রতিবেদন : বুধবার থেকেই এজবাস্টনে শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। হেডিংলেতে প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। ব্যাটারদের ব্যাট থেকে পাঁচ-পাঁচটা সেঞ্চুরি এলেও শেষমেশ হারের হতাশাই সঙ্গী হয়েছে ভারতের। সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচেও টস-ভাগ্য সাথ দিল না অধিনায়ক শুভমনের। টস জিতে মেঘলা আবহাওয়ায় ভারতকে ব্যাট করতে পাঠালেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
উইকেটে বাউন্স। তার ওপর স্যাঁতসেঁতে পরিবেশ।ইনিংসের শুরুটা দেখেশুনেই করেন দুই ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। যশস্বী টিকে গেলেও রান পেলেন না রাহুল। ক্রিস ওকসের বলে মাত্র ২ রানে প্লেড অন হলেন তিনি।
দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে দেখা গিয়েছে তিনটি পরিবর্তন। শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন নীতীশ কুমার রেড্ডি। ওয়ার্কলোডের কথা ভেবে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে আকাশ দীপকে। সাই সুদর্শনের জায়গায় এসেছেন স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
প্রথম টেস্টে সুদর্শন খেলেছিলেন ৩ নম্বরে। এদিন সেই জায়গায় নামলেন করুণ নায়ার। প্রথম টেস্টে দাগ কাটতে না পারলেও এদিন সাবলীল দেখাচ্ছিল তাঁকে। চমৎকার কভার ড্রাইভে মন কাড়লেন দর্শকদের। ক্রিজে জমেও গিয়েছিলেন। কিন্তু হাতছাড়া রইল বড় রান। ব্রাইডন কার্সের বলের বাউন্স বুঝতে না পেরে স্লিপে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিনি (৩১)।
মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৮। রান রেট প্রায় চারের কাছাকাছি। ৬২ রান করে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল। স্বাভাবিকভাবেই বড় ইনিংস খেলতে চাইবেন তিনি। সঙ্গে রয়েছেন অধিনায়ক শুভমন গিল (১*)।