ভুবনেশ্বর : নিরাপদ নন খোদ সরকারি আধিকারিকও। তাঁর মুখে প্রকাশ্যে লাথি কষাল বিজেপির এক স্থানীয় নেতা ও তার শাগরেদরা! এমনই ছবি ধরা পড়েছে বিজেপিশাসিত ওড়িশায়। ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওয় দেখা যায়, ভুবনেশ্বর পুরসভায় নিজের দফতরে সব কর্মীদের সামনেই মাটিতে ফেলে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে বাইরে বার করে আনা হয় ওড়িশা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের আধিকারিক অতিরিক্ত কমিশনার ওএএস রত্নাকর সাহুকে। এরপর তাঁর মুখে মারা হয় জুতো ও লাথি।
হামলাকারীদের অভিযোগ, ভুবনেশ্বর লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থীকে নাকি অপমান করেছেন ওই আমলা। ঘটনার প্রতিবাদে প্রবল বিক্ষোভ দেখায় ওএএস আধিকারিকদের সংগঠন। ঘটনার তীব্র নিন্দা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।