ডুয়ার্স : রাজ্য সেচদফতরের প্রস্তাবে সাড়া দিয়ে এবার আবহাওয়ার আগাম পূর্বাভাস পাঠানো শুরু করল ভুটান। যার ফলে ডুয়ার্সে বন্যা প্রতিরোধের কাজে অনেকটাই সুবিধা হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। আগামী দু’দিন মেঘাচ্ছন্ন থাকবে ভুটানের আকাশ। রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। এমনটাই জানিয়েছে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি এন্ড মেট্রোলজি দফতর।
বহুদিন থেকেই ডুয়ার্সের বন্যা পরিস্থিতির মোকাবিলায় ইন্দো ভুটান নদী কমিশন নিয়ে সরব রাজ্য। নীতি আয়োগের বৈঠক-সহ একাধিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক স্তরেও এই নিয়ে ভুটানের সঙ্গে আলোচনা চলছিল। এবার রাজ্যের প্রস্তাবে সাড়া দিল ভুটান। এখন থেকে ৭২ ঘন্টা আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যাবে উত্তর-পূর্ব সেচ বিভাগ। এতে ডুয়ার্সের নদীতে হড়পা বান এবং বন্যা প্রতিরোধের কাজে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে রাজ্য।
গত বৃহস্পতিবার থেকেই তথ্য পাঠানো শুরু হয়েছে। রাজ্য সেচদফতরের উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়র কৃষ্ণেন্দু ভৌমিক জানান, প্রতিদিন সকাল ১০টায় ভুটান আবহাওয়া দফতরের তথ্য এসে পৌঁছবে সেচদফতরের উত্তর-পূর্ব বিভাগের কন্ট্রোল রুমে। এই কন্ট্রোল রুম থেকেই বর্ষায় উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি মহকুমার উপর দিয়ে বয়ে চলা নদী পরিস্থিতির উপর নজরদারি চালানো হয়।
উল্লেখ্য, ভুটান থেকে নেমে ডুয়ার্সের উপর দিয়ে বয়ে গিয়েছে ৭১টি নদী। জলঢাকা, ডায়না, পানা বাসরা, রেতি, সুকৃতি, সঙ্কোশ-সহ এই ৭১টি নদীর বেশির ভাগটাই ডুয়ার্সের আলিপুরদুয়ার অংশের মধ্য দিয়ে বহমান। ফলত প্রায় প্রতি বছর ভুটানে ভারী বর্ষণ হলেই বন্যা পরিস্থিতির উদ্ভব হয় ডুয়ার্সে। এতদিন পূর্বাভাস না পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় কষ্টসাধ্য ছিল। ডুয়ার্স অংশে বন্যা প্রতিরোধে ইন্দো-ভুটান নদী কমিশন গঠনের প্রস্তাবের পাশাপাশি ভুটানের কাছ থেকে বৃষ্টি পাতের আগাম পূর্বাভাস চেয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল রাজ্য। অবশেষে আলোচনায় সাড়া দিয়ে তথ্য সরবরাহ শুরু করল ভুটান। ভারতের আইএমডির মতো ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি এন্ড মেট্রোলজি দফতরও ৭২ ঘন্টা আগে থেকে ডুয়ার্স অংশের ছ’টি স্টেশন থেকে আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস পাঠানো শুরু করল।