কলকাতা: টানা দু’দিন প্রায় ৫২ ঘন্টা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার দুর্গাপুর সেতু। জানা গিয়েছে, সেতুর কিছু অংশ মেরামত করার পাশাপাশি লোড টেস্ট করা হবে। দুর্গাপুর সেতু বা ডিরোজিও সেতু বন্ধ থাকায় নিউ আলিপুর-চেতলার মাঝের যানবাহন বিকল্প পথে চলাচল করবে।
কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ জানাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সমস্ত সেতুর স্বাস্থ্যপরীক্ষা শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে ডিরোজিও সেতুতে ‘লোড টেস্ট’ হবে। অর্থাৎ, সেতুর স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুঁটিনাটি পরীক্ষা করবেন বিশেষজ্ঞেরা। বস্তুত, গত মঙ্গলবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের সমস্ত সেতুর অবস্থা পর্যালোচনা করা হবে।
এদিকে সূত্রের খবর, কিছুদিন আগে এই সেতুর একাংশে আগুন লাগে। তখন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল পরিকাঠামো। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের পর ক্রংক্রিটের অংশ ভঙ্গুর হয়ে যায়। তাই ‘কার্বন র্যাপিং’-এর মাধ্যমে গার্ডারগুলি শক্তিশালী করা হবে। সেই কাজ করতে ৪০-৫২ ঘণ্টা সময় লাগতে পারে।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সেতুটি। গাড়ি চলাচল করতে পারবে না। চেতলাগামী গাড়িগুলিকে নিউ আলিপুর আইল্যান্ড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। আবার নিউ আলিপুরগামী যানবাহনগুলিকে আলিপুর রোড এবং গোবিন্দ আঢ্য রোড দিয়ে চলাচল করবে।
কলকাতা ট্র্যাফিক পুলিশের সূত্র মারফত জানা গিয়েছে, বিকল্প হিসাবে দক্ষিণ ও উত্তরমুখী যান চলাচলে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। উত্তরমুখী গাড়িগুলিকে নিউ আলিপুর ট্র্যাফিক আইল্যান্ড থেকে ঘুরিয়ে দেওয়া হবে এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে আলিপুর রোড ও গোবিন্দ আঢ্য রোড ক্রসিং থেকে ঘোরানো হবে। আশপাশের রাস্তার ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যেমন, টালিগঞ্জ সার্কুলার রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।