প্রতিবেদন : চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল আমেরিকার গুপ্তচর সংস্থা। জানাল, গোপনে আন্তমহাদেশীয় আণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইসলামাবাদ! যা পাকিস্তান থেকেই আঘাত হানবে মার্কিন মুলুকে। এছাড়া বলা হয়েছে, ভারতের ‘অপারেশন সিঁদুরে’র পরেই চিনের সাহায্যে পরমাণু অস্ত্রের ভাণ্ডার বাড়াতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান।
পাশাপাশি হোয়াইট হাউসের আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যদি পাকিস্তান বাস্তবেই এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলে, তবে ওয়াশিংটন এশিয়ার এই দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ ঘোষণা করবে। কোনও দেশের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে এবং সেই দেশটি যদি আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তবে সেই দেশটিকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে ওয়াশিংটন। বর্তমান এই তালিকায় রয়েছে রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়া।
এবিষয়ে বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে আমেরিকা যাতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ধ্বংসের কৌশল না নেয়, তার জন্যেই এই দূরপাল্লার আণবিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসলামাবাদ। আমেরিকা যাতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতে কোনওভাবেই ভারতের পক্ষ না নেয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে পাকিস্তান।