দিঘা : আর মাত্র দু’দিনের অপেক্ষা। তারপরই রথাযাত্রার উদযাপনে মেতে উঠবে আপামর বাঙালি। সাজো সাজো রব সৈকতশহর দিঘায়। নবনির্মিত জগন্নাথধামে চলছে উৎসবের চূড়ান্ত প্রস্তুতি। হতে চলেছে লক্ষ লক্ষ মানুষের সমাগম। থাকছে কড়া নিরাপত্তা। ভক্তদের ভিড় সামাল দিতে দিঘায় থাকছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা, এমনটাই জানা গিয়েছে লালবাজার সূত্রে।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ১০ জন সার্জেন্টকে দিঘায় পাঠানো হয়েছে। বুধবার দিঘায় পৌঁছে যাচ্ছেন ওই ১০ জন সার্জেন্ট। আগামী ২৭ জুন পর্যন্ত তাঁরা দিঘায় ডিউটি করবেন বলে জানা গিয়েছে। যে মোটরবাইক তাঁরা ব্যবহার করেন, সেগুলিও সঙ্গে থাকছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট করবেন তাঁরা।
পাশাপাশি, এদিন দিঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার তিনি অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। শুক্রবার সৈকত শহর দিঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী রথের দিন সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার পরেই গড়াবে রথের চাকা। “ইতিমধ্যেই নবান্নে দিঘার রথযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। তাতে আমরাও ছিলাম। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে গিয়ে সরেজমিনে নিরাপত্তা পরিস্থিতি দেখে এসেছেন। রথে দু’লক্ষের বেশি জনসমাগম হওয়ার কথা। থাকবেন প্রচুর বিদেশিও”, জানিয়েছেন দিঘার জগন্নাথ মন্দিরের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।