কলকাতা: ইতিমধ্যেই বর্ষার প্রবেশ হয়েছে বাংলায়। তাই বৃষ্টি আর পিছু ছাড়ছে না। কিন্তু রথযাত্রার মতো উৎসবের দিনেও কী বৃষ্টি! তা নিয়েই সবার প্রশ্ন। এবার এ নিয়েই হাওয়া অফিস জানাল, সারা সপ্তাহেই চলবে বৃষ্টি। অর্থাৎ রথের দিনেও বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন ৩ জেলা বৃষ্টিতে ভাসবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। অন্যান্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে।
তবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অর্থাৎ উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা ঝড়বৃষ্টির সম্ভাবনা।