প্রতিবেদন: টানা ১২ দিনের ঘাত প্রত্যাঘাতের পরে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল। আপাতত ইরানে হামলা চালানো হবে না বলেই ট্রাম্পকে কথা দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই আবহে এবার গাজায়(Gaza)হামকা নিয়ে ইজিরায়েলের অন্দরে চলছে দ্বন্দ্ব। গাজায় হামলা বন্ধের দাবি তুলে নেতনিয়াহুর উপর চাপ তৈরি করছে ইজরায়েলের বিরোধী দলগুলি।
Read More: মাঝপথেই বাতিল সফর! যানজটে জর্জরিত খোদ দেশের পরিবহণমন্ত্রী, শুরু বিতর্কের ঝড়
ইরানের সংঘর্ষবিরতিক স্বাগত জানিয়েছেন ইজরায়েলের অন্যতম দুই বিরোধী দল ইয়েস আতিদ এবং ডেমোক্র্যাটিক পার্টির ২ প্রধান নেতা৷ এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ শান্তি ফেরাতে গাজায়(Gaza )হামলা বন্ধ করার অনুরোধ করছেন তাঁরা। মঙ্গলবার ভোরেও গাজায় ইজরায়েলি সেনার গুলিতে কমপক্ষে ৩৮ জন প্যালেস্টাইনবাসীর মৃত্যু হয়েছে। সেখানে লাগাতার হামলা নিয়ে বারবার বিরোধী নেতৃত্বের সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937497682307875117?t=SLuT-x68E2VQz1GAAMCe9A&s=19
আতিদ দলের প্রধান লাপিদ বলেন, “আর কেন? এ বার গাজাতেও শেষ হোক। পণবন্দিদের ফিরিয়ে যুদ্ধ থামুক। বরং ইজরায়েলের পুনর্গঠনে মন দেওয়া হোক।” এক্স হ্যান্ডেলে ইয়ের গোলান পোস্ট করেছেন, “অভিযান শেষ করার সময় এসেছে। সব পণবন্দিদের ফেরানো হোক। গাজায় যুদ্ধ থামুক।”
প্রসঙ্গত, ইহুদি রাষ্ট্রে ক্ষমতায় রয়েছে লিকুড পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। যার সর্বশক্তিমান নেতা নেতনিয়াহু। এবার এই দেশের অন্যতম দুই বিরোধী দল ইয়েস আতিদ এবং ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে গাজা নিয়েও বিরোধিতা করতে শোনা গেল।