কলকাতা : সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে বেনজির বিশৃঙ্খলা ও অশান্তির সৃষ্টি করেছিলেন বিজেপি বিধায়করা। তাঁদের এহেন তাণ্ডবের জেরে আহত হন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। মঙ্গলবার বিধানসভায় গিয়ে তাঁদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করেন তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে যথাযথ ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী।
Read More: মাঝ আকাশে হঠাৎই অসুস্থ যাত্রী ও বিমানকর্মীরা! ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া
পাশাপাশি, এদিন মমতা মনে করিয়ে দিলেন সিঙ্গুর আন্দোলনের সময়কার কথা। সেবার অনেক বিধায়কের বেতন কাটা হয়েছিল বলে জানান তিনি। বিধানসভা অধিবেশনের শেষ দিনে নির্দিষ্ট সময়েই বিধানসভায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। শেষ দিনেও বিজেপি বিধায়করা অধিবেশন বয়কট করে বাইরে ধরনায় বসেন। এদিন তাঁদের কেউই ছিলেন না অধিবেশনে। বিজেপি বিধায়কদের ছাড়াই এদিন একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য রাখেন মমতা।
এরপরই বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও কয়েকজন মন্ত্রীকে নিয়ে নিরাপত্তারক্ষীদের কাছে যান মুখ্যমন্ত্রী।(Mamata Banerjee) সোমবার বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তিতে যাঁরা জখম হয়েছিলেন, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। সহমর্মিতা প্রকাশ ও দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের আবদার মেনে ছবিও তোলেন। তারপরই সোমবারের সংঘর্ষ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937463277056835830
মমতার কথায়, “যাঁরা আহত হয়েছেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।” বিজেপি বিধায়কদের এমন আচরণের জন্য অধ্যক্ষকে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি। যদিও স্পিকার আগেই জানিয়েছেন, সকলের সমস্ত অভিযোগের তদন্ত হবে। “কালকে আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে না কি এফআইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল। আমি বলছি না যে আপনি বেতন কাটুন। কিন্তু আপনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন। আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন”, অধ্যক্ষের উদ্দেশ্যে বার্তা মমতার।