নয়াদিল্লি : জারি হল নতুন ‘নোটাম’।(Notam) সোমবার নয়াদিল্লির তরফ থেকে জানানো হল, আগামী ২৪ জুলাই অবধি ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনও যাত্রীবাহী বা সামরিক বিমান। পাশাপাশি ‘নোটাম’ জারি করে ভারতের সমস্ত বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে ইসলামাবাদও।
Read More: দেশজুড়ে উপনির্বাচনে ধরাশায়ী গেরুয়া শিবির, কেরলের ভোটে বিজেপিকে টেক্কা তৃণমূলের
পহেলগাঁওয়ে হামলার পর আকাশসীমায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটে। ২৩ এপ্রিল ভারতের জন্য পাক আকাশসীমা বন্ধ(Notam) করে দেওয়া হয়। পালটা পদক্ষেপ নেয় ভারতও। এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ও সংঘর্ষবিরতি ঘটলেও আকাশসীমায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি এখনও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937460462817341562
প্রসঙ্গত, সোমবার ফের এক মাসের জন্য ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। এরপরই কেন্দ্রের তরফে জারি করা হয় ‘নোটাম’। পাকিস্তানের যাত্রীবাহী ও সামরিক বিমান ছাড়াও পাকিস্তান ভাড়া নিয়েছে এমন বিমান ও অপারেটরদের জন্যও কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। দেশের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েই এহেন পদক্ষেপ বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।