নয়াদিল্লি: দেশের রাজনীতির মানচিত্রে কি ক্রমশই গুরুত্ব হারাচ্ছে বিজেপি? সোমবার উপনির্বাচনের(By Election) ফলাফল উসকে দিয়েছে সেই প্রশ্নই। চার রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রের ৪টিতেই পর্যুদস্ত পদ্মশিবির। এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের দু’টি আসনের একটিতে হারতে হয়েছে বিজেপিকে। বাংলার রাজনীতিতেও গেরুয়া যে কার্যত নিষ্প্রভ, তা প্রমাণ করেছে কালীগঞ্জের উপনির্বাচন। পাশাপাশি, কেরলে বাম ও কংগ্রেসের পরে তৃতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল।
Read More: বিধানসভা ভোটের আগেই নতুন দল গড়ছেন! জল্পনা নিয়ে কী জানালেন দিলীপ ঘোষ
রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছিল, গুজরাটের উপনির্বাচনে(By Election) বিজেপির জয় নাকি নিশ্চিত! অথচ ভিসাভাদর কেন্দ্রে বিজেপি প্রার্থীকে হারালেন আম আদমি পার্টি (আপ) প্রার্থী ইটালিয়া গোপাল। ১৭ হাজার ৫৫৪ ভোটে বিজেপি প্রার্থী কীরিট প্যাটেলকে পরাজিত করেন তিনি। গুজরাটের কাঁদি কেন্দ্রে অবশ্য বিজেপি প্রার্থী রাজেন্দ্র কুমার ছাবড়া জয়লাভ করেছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937457887657492516
উল্লেখ্য, বছর ঘুরলেই বাংলা ও কেরলে বিধানসভা ভোট। তার আগে বিজেপির এহেন ভরাডুবিতে চিন্তায় দলের উপরমহল। পাঁচটিতেই প্রার্থী দিয়ে মাত্র একটি আসনে জিতেছে বিজেপি। অন্যদিকে ৫টি কেন্দ্রের উপনির্বাচনের দু’টিতে জিতে ফের রাজনীতির ময়দানে নিজেদের জমি শক্ত করার মরিয়া চেষ্টায় আপ।