প্রতিবেদন : জমে উঠেছে হেডিংলে টেস্ট।(Headingley Test) মঙ্গলবার পঞ্চম তথা শেষ দিনের খেলা। গত ৪ দিন সেয়ানে-সেয়ানে লড়াইয়ের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। আজ জিততে গেলে ৯০ ওভারে ৩৫০ রান তুলতে হবে ইংল্যান্ডকে। হাতে রয়েছে ১০ উইকেট। আর সেই দশখানা উইকেট তুলে নেওয়াটাই চ্যালেঞ্জ ভারতীয় পেস বোলিং ইউনিটের সামনে। কিন্তু এর মধ্যেই মাথাচাড়া দিচ্ছে বৃষ্টির ভ্রূকুটি।
Read More: “ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা”, ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য মমতার
লিডসের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সেখানে ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে অন্তত ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আশা জোগাচ্ছে আর একটি খবর। ইংল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কম। অর্থাৎ পঞ্চম দিনের খেলা শুরুর আগে বৃষ্টি থেমে যেতে পারে। দুপুর দু’টো নাগাদ একপশলা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস আবহবিদদের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937434295712268351
আপাতত বল গড়ানোর অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।(Headingley Test) মেঘলা আকাশ ও স্যাঁতসেঁতে আবহাওয়ার সুবিধা নিয়ে কি ইংল্যান্ডকে পেস-সুইংয়ে নাস্তানাবুদ করতে পারবেন বুমরাহ-সিরাজরা? নাকি শেষ দিনে ৩৫০ রান তুলে ফেলবে ইংল্যান্ড? তা অবশ্য সমই বলবে।