কলকাতা: টানা ১২ দিনের ঘাত প্রত্যাঘাতের পরে অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা ইরান-ইজরায়েলের। মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে জানিয়েছিলেন, ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতিতে রাজি! এবার মঙ্গলবারই বিধানসভায় দাঁড়িয়ে যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)
Read More: ক্রীড়াক্ষেত্রে নতুন দিশা, রাজ্য বিধানসভায় পাশ ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল
এদিন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) জানান, ”যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা, নাহলে পৃথিবী ধ্বংস হবে, পরিবেশের জন্য মারাত্মক প্রভাব পড়বে।” ইরান, ইজরায়েল উভয়ই ভারতবন্ধু বলে পরিচিত। তাই এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। তা নিয়েই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিলেন। এ প্রসঙ্গে তিনি নিজের বেশ কয়েকটি অভিজ্ঞতার কথাও শোনালেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937158540168196264
মমতা বলেন, এসব দেশের আভ্যন্তরীণ বিষয়, বেশি কিছু প্রকাশ্যে আনতে পারবেন না। বছর তিন আগে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সময়ও মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেবারও কেন্দ্রের পদক্ষেপ বা সিদ্ধান্তের উপরই আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভারত-পাক সংঘর্ষে তো পুরোপুরিই কেন্দ্রের পাশে থেকে একতার বার্তা দেন। এবার মধ্যপ্রাচ্যে ভয়ংকর যুদ্ধ বন্ধেও কেন্দ্রের যথাযথ পদক্ষেপের কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী।