প্রতিবেদন : বর্তমান ক্রিকেট-যুগের সেরা ফাস্ট বোলার কে? প্রশ্নটি উঠলে নির্দ্বিধায় তাঁর নামই বলে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞদের বড় অংশ।(India VS England) সেই ধারণা যে মোটেই ভিত্তিহীন নয়, তা বারবার প্রমাণ করে দিচ্ছেন যশপ্রীত বুমরা। হেডিংলেতে ভারতের বাকি পেসাররা যখন ইংরেজ ব্যাটিংয়ের সামনে নাস্তানাবুদ হচ্ছেন, ঠিকই তখনই বোলিংয়ের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। তুলে নিলেন ৫ উইকেট। গড়লেন দু’টি নজিরও।
Read More: জাতিবিদ্বেষের শিকার ট্রেনি পাইলট! কাঠগড়ায় ইন্ডিগোর ৩ শীর্ষ কর্তা
ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষে বুমরার বোলিং পরিসংখ্যান ২৪.৪ ওভারে ৮৩ রানে ৫ উইকেট। এই নিয়ে ১৪ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর মধ্যে ১২টিই দেশের বাইরে। ফলত বুমরা স্পর্শ করলেন কপিল দেবকে।(India VS England) টেস্টে বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছেন কপিল। সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে এক ইনিংসে তিনি পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ২৩ বার। বিদেশের মাটিতে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার এখন যুগ্মভাবে শীর্ষে কপিল ও বুমরা।
পাশাপাশি, প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বেন ডাকেটকে আউট করার সঙ্গে সঙ্গেই ‘সেনা’ দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) এশিয়ান বোলার হিসেবে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে শীর্ষে উঠে এসেছেন বুমরা। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন কিংবদন্তি পাক বোলার ওয়াসিম আক্রমকে। ‘সেনা’ দেশগুলিতে আক্রমের উইকেট সংখ্যা ১৪৬টি।
LInk: https://x.com/ekhonkhobor18/status/1937117177406210068
প্রসঙ্গত, প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৪৬৫ রানে। মাত্র ৬ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৯০। আপাতত ৯৬ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। কেএল রাহুল (৪৭*), শুভমন গিল (৬*) রয়েছেন ক্রিজে।