শ্রীনগর : আগামী জুলাইয়েই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।(Amarnath Yatra) তার আগে বড়সড় পদক্ষেপের পথে হাঁটল জম্মু ও কাশ্মীর প্রশাসন। মঙ্গলবার ছিল অমরনাথ যাত্রার নিরাপত্তা বৈঠক। জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের নির্দেশিকা অনুযায়ী, চলতি বছরে অমরনাথ যাত্রায় মিলবে না হেলিকপ্টার পরিষেবা। পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে যাত্রাপথকে।
Read More: এসএসসির শূন্যপদে নিয়োগের প্রস্তুতি, প্রথম দিনেই অনলাইনে জমা ১০ হাজারের বেশি আবেদন
প্রতিবছরই অমরনাথ যাত্রায়(Amarnath Yatra) কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এবার পহেলগাঁও হামলা এবং পরবর্তী ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে সেই নিরাপত্তা বেড়েছে কয়েক গুণ। জঙ্গি হামলা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্র। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিব’। নজিরবিহীন ভাবে পুণ্যার্থীদের নিরাপত্তার খাতিরে যাত্রাপথে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন হচ্ছে। এর পাশাপাশি আকাশপথে ঝুঁকি এড়াতে চলতি বছরে বাতিল করা হল হেলিকপ্টার পরিষেবা। শ্রী অমরনাথ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও এবং উত্তর কাশ্মীরের বালতাল, উভয় পথ দিয়েই যাত্রীর পবিত্র গুহা তথা মন্দিরে পৌঁছতে পারবেন ভক্তেরা। যাত্রা করা যাবে পায়ে হেঁটে অথবা পালকি চড়ে।
এদিনের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, জম্মু ও কাশ্মীরের আইবি প্রধান অটল দুল্লু, ডিজিপি নলিন প্রভাত, সেনাকর্তা প্রশান্ত শ্রীবাস্তব প্রমুখ। বৈঠক শেষে আসন্ন যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে ১ জুলাই থেকে ১০ আগস্ট অবধি অমরনাথ যাত্রাপথকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করে জম্মু ও কাশ্মীর সরকার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935288677229543522
প্রসঙ্গত, ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। তা চলবে ৯ আগস্ট পর্যন্ত। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে। প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিদিন অমরনাথ ধামে যাত্রার অনুমতি দেওয়া হয়ে থাকে সর্বোচ্চ ১৫ হাজার যাত্রীকে। চলতি বছর ৩৭ দিন ধরে অমরনাথ দর্শনে যেতে পারবে পুণ্যার্থীরা। যাত্রায় নাম নথিভুক্ত করার কাজ শুরু হয় গত ১৪ এপ্রিল থেকে।