প্রতিবেদন : এবার কি আবহমান আভিজাত্য হারাতে চলেছে টেস্ট ক্রিকেট?(Test Cricket)প্রশ্ন উঠছে এমনটাই। নেপথ্যে আইসিসির এক নয়া পরিকল্পনা। সূত্রের খবর, টেস্ট ম্যাচ দৈর্ঘ্য কমানোর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগামী দিনে ৫ দিন নয়, টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়াতে পারে ৪ দিনে!
Read More: স্মার্টফোনের জগতে নতুন সংস্থা, ‘অ্যাপেল’কে টক্কর দিতে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’
আগামী দু’বছরের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলেই ইঙ্গিত আইসিসির। অপেক্ষাকৃত ছোট দেশগুলি যেন আরও বেশি সংখ্যায় টেস্ট সিরিজ(Test Cricket)খেলতে পারে, সেই কথা মাথায় রেখেই লাল বলের ক্রিকেটের সময় কমানোর বিষয়ে ভাবছে তারা। বিখ্যাত সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ সূত্রে খবর, গত সপ্তাহে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়েই এই নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ প্রস্তাব দেন, এবার থেকে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য ৪ দিনে কমিয়ে আনা হোক।
পাশাপাশি গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেই টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমানোর কথা ভাবছে আইসিসি। চ্যাম্পিয়ন হলেও খুব কম সদস্যের দল নিয়ে খেলতে এসেছিল প্রোটিয়ারা। রিপোর্টে দাবি করা হয়, অপেক্ষাকৃত ছোট দেশগুলি টেস্ট খেলতে চায় না। কারণ তাতে খরচের সমস্যা থাকে। সময়ও অনেক বেশি লাগে। ফলত এখন অধিকাংশ ক্ষেত্রেই মাত্র দুই টেস্টের সিরিজ খেলা হয়। কিন্তু টেস্টের দৈর্ঘ্য যদি কমানো যায়, তাহলে তিন সপ্তাহের মধ্যেই তিন টেস্টের সিরিজ খেলা যেতে পারে। ৪ দিনের টেস্ট হলে প্রত্যেকদিন ৯৮ ওভার খেলার পরিকল্পনা করছে আইসিসি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934955655724441705?s=19
নতুন নিয়ম হয়তো কার্যকর হতে পারে ২০২৭-২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র। তবে এও শোনা যাচ্ছে, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে পাঁচদিনের টেস্ট খেলার অনুমতি দেওয়া হবে। কারণ বর্ডার-গাভাস্কার ট্রফি, অ্যান্ডারসন-তেণ্ডুলকর, অ্যাশেজের মতো বিখ্যাত সিরিজ খেলে থাকে এই দলগুলি। তাই এই সিরিজের ফর্ম্যাট বদলাতে চাইছে না আইসিসি।