প্রতিবেদন : চলছে ইরান-ইজরায়েল সংঘর্ষ। যার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এবার সেই আঁচ ছড়াল ইউরোপেও। ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। এরই মাঝে ইউক্রেনে হামলা জারি রেখেছে রাশিয়া।(Attack on Ukraine) রাতভর কিয়েভে আছড়ে পড়েছে রুশ ড্রোন ও মিসাইল! ঘুমন্ত অবস্থাতেই নিহত ১৪ জন। ১০০-রও কাছাকাছি মানুষ আহত হয়েছেন।
Read More: ওড়িশায় প্রেমিককে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ! প্রশ্নের মুখে নারী সুরক্ষা
রাশিয়া-ইউক্রেনকে শান্তির পথে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে মার্কিন মুলুক। মে মাসে শান্তি আলোচনা হয়েছে তুরস্কের ইস্তানবুলে। যা খুব একটা আশাব্যঞ্জক না হলেও বন্দি বিনিময়ে সম্মত হয় যুযুধান দু’পক্ষ। কিন্তু হামলা পালটা হামলা থামেনি। এর মাঝেই ১ জুন আকস্মিক হামলা চালিয়ে শক্তিধর রাশিয়াকে কাঁপিয়ে দেয় ইউক্রেন। বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন স্পাইডার ওয়েব’ চালায় তারা। ধ্বংস করে দেওয়া হয় রুশ বোমারু বিমান Tu-95, Tu22M3 ও একটি A-50 বিমান। সেই থেকেই ক্রুদ্ধ রাশিয়া। কয়েকদিন আগেই ইউক্রেনের বেশ কয়েকটি শহরে আগুন ঝরায় রুশ সেনা। ৪৭৯টি ড্রোন, ২০ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার রাতভর কিয়েভে আঘাত হানে রাশিয়া।(Attack on Ukraine) শহরের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো জানান, এই হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছে। একটি ৯ তলা বিল্ডিংয়ে মিসাইল আছড়ে পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষোভ উগরে জানিয়েছেন, কিয়েভের বুকে হওয়া অন্যতম ভয়াবহ হামলা। সারারাত ধরে ৪৪০ ড্রোন, ৩২টা মিসাইল ছুঁড়েছে রুশ সেনা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934930622763684228
উল্লেখ্য, গতকাল থেকে কানাডার কানানাস্কিসে শুরু হয়েছে চলতি বছরের জি-৭ বৈঠকে। রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রস্তাব দিয়েছেন এই সংগঠনে বিশ্বের দুই শক্তিশালী রাষ্ট্র রাশিয়া ও চিনকে যুক্ত করার জন্য। ট্রাম্প বলেন, “রাশিয়াকে যদি এই সংগঠন থেকে বাইরে বের না করা হত তাহলে ইউক্রেন যুদ্ধ এড়ানো সম্ভব হত।” শুধু তাই নয়, এই যুদ্ধের জন্য আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দায়ী করেন তিনি। এই সম্মেলনে জেলেনস্কি আর ট্রাম্প মুখোমুখি হতে পারেন, সূত্র অনুযায়ী ইঙ্গিত মিলেছে এমনটাই।