গোপালপুর : মোদী-জমানায় দেশজুড়ে ক্রমেই করুণ হয়ে উঠেছে নারী সুরক্ষার(Women’s Safety) পরিস্থিতি। বিজেপিশাসিত রাজ্যগুলিতে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এবার ‘ডবল ইঞ্জিন’ ওড়িশার জনপ্রিয় সমুদ্র সৈকত গোপালপুরের কলেজ পড়ুয়াদের গণধর্ষণের শিকার হলেন এক ছাত্রী। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন।
Read More: কাটল জট! বুধেই শুরু কলেজে ভর্তির আবেদনের প্রক্রিয়া, ঘোষণা শিক্ষামন্ত্রীর
ইতিমধ্যেই চাপে পড়ে ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ। ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকত স্থানীয় বাসিন্দা থেকে বাঙালিদের কাছেও অত্যন্ত প্রিয়। রবিবার এক কলেজ পড়ুয়া নিজের প্রেমিকের সঙ্গে রাজা উৎসবে যোগ দেওয়ার জন্য গোপালপুরে গিয়েছিলেন। সেই সময় একদল যুবক লুকিয়ে তাদের ছবি তোলে। সেই ছবি দেখিয়ে প্রথমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। পরে যুবতীর সঙ্গী যুবককে বেঁধে রেখে কাছে একটি পরিত্যক্ত বাড়িতে যুবতীকে নিয়ে যায় তারা।(Women’s Safety)
Link: https://x.com/ekhonkhobor18/status/1934928882446278777
এরপর প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়ে একের পর এক ১০ জনে ধর্ষণ করে যুবতীকে। সেই ভয়ে গোটা সময়ে চিৎকার পর্যন্ত করতে পারেননি তিনি। রাত ১১টা নাগাদ স্থানীয় থানায় তাঁরা দুজনে অভিযোগ দায়ের করতে যান। দুষ্কৃতীরা এতটাই আতঙ্ক তৈরি করে যে প্রথমে অভিযোগ দায়ের করতেও ভয় পান যুবতী। শেষ পর্যন্ত প্রেমিকের সহযোগিতায় অভিযোগ দায়ের করেন তিনি।