নাগপুর : আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানের মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই উৎকণ্ঠায় ভুগছেন বহু মানুষ। যাঁরা বিমানে ঘনঘন যাতায়াত করেন, রীতিমতো শঙ্কিত তাঁদের অনেকেই। এই আবহে এয়ার ইন্ডিয়ার এক উড়ানে ছড়িয়েছিল বোমাতঙ্ক। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল ইন্ডিগোর(Indigo Flight) একটি বিমানে।
Read More: ফের বিতর্কের মুখে এয়ার ইন্ডিয়া! কলকাতায় থমকে আমেরিকা থেকে মুম্বইগামী উড়ান
মঙ্গলবার বিস্ফোরণের হুঁশিয়ারি পাওয়ামাত্র কোচি থেকে দিল্লিগামী উড়ান নাগপুরে জরুরি অবতরণ করল। রানওয়েতেই বিমান থেকে যাত্রীদের বার করে বোমা খুঁজতে শুরু করলেন নিরাপত্তারক্ষীরা। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এদিন বোমা বিস্ফোরণে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ওমানের শহর মাসকাট থেকে কোচি হয়ে দিল্লিগামী ৬ই ২৭০৬ উড়ানটিকে। যখন হুমকি ফোন আসে, ততক্ষণ কোচি থেকে টেক অফ করেছে ইন্ডিগোর বিমানটি।(Indigo Flight) এই পরিস্থিতিতে সেটিকে নাগপুরে জরুরি অবতরণ করান পাইলট। দ্রুত সমস্ত যাত্রীকে নামিয়ে বিমানটিকে ফাঁকা করা হয়। তল্লাশি চালালেও বিশেষজ্ঞ নিরাপত্তাকর্মীরা এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাননি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934912239045386517
প্রসঙ্গত, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বিভীষিকার রেশ কাটেনি এখনও। তার মধ্যেই এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি। গত রবিবার উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতাগামী একটি বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। শঙ্কিত যাত্রীদের বেশ কিছুক্ষণ রানওয়েতেই অপেক্ষা করেন। শেষ পর্যন্ত অবশ্য সমস্যা মিটিয়ে আকাশপথে নিরাপদে যাত্রা করে বিমানটি। মঙ্গলবার যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে দুটি এয়ার ইন্ডিয়ার বিমানে।