কলকাতা: মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টি। আবার কোথাও কোথাও সোমবার মধ্যরাত থেকেই বৃষ্টির আগমন।(Weather Update) বাংলায় তবে কী প্রবেশ করল বর্ষা! তা এখনও নিশ্চিত কিছু জানায়নি হাওয়া অফিস। কিন্তু সপ্তাহভর আকাশের যে মুখভার থাকবে তা জানানো হয়েছে। তবে তাতেও তাপমাত্রা খানিকটা কমলেও স্বস্তি বিশেষ নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ঘর্মাক্ত পরিবেশে অস্বস্তি থাকছেই।
Read More: লাগাতার ইজরায়েলি হামলা, এবার ভারতীয়দের অবিলম্বে তেহরান ছাড়ার নির্দেশ দূতাবাসের
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চল অর্থাৎ দুই জেলা – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।(Weather Update) এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানেও চলবে বৃষ্টি। এই বৃষ্টি অবশ্য খুব একটা স্বস্তিদায়ক হচ্ছে না রাজ্যবাসীর কাছে। কারণ, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। সেই কারণে অস্বস্তি জারি থাকবে।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, পুরোদমে বর্ষা এসে গেলে তাপমাত্রা গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। এদিকে, মঙ্গল-বুধে বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934905641853964591
আষাঢ় মাস পড়ে গেলেও এই বৃষ্টি আদতে নিম্নচাপের জেরে বলে জানানো হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে আগামী দু, একদিনের মধ্যেই তা ঢুকবে বলে মনে করছেন আবহবিদরা। জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের রেশ ধরেই বর্ষার আগমন ঘটবে।