আহমেদাবাদ: লন্ডনগামী বিমানের ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। টেক অফের কিছুক্ষণের মধ্যেই ডাক্তারদের হস্টেলে সটান ধাক্কা মারে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বিমান।(Air India Plane Crash) মোট ২৪২ জন যাত্রী ছিলেন এই বিমানে যার মধ্যে দুই পাইলট সহ ১২ জন বিমানকর্মী ছিলেন। এবার এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যাত্রীদের তালিকা প্রকাশ্যে আনা হল।
Read More: সোনমকে গায়েবের ছক বানচাল হওয়ায় রাজাকে খুন, মেঘালয় কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ প্রেমিক!
বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০০ যাত্রী বহনের ক্ষমতা ওই বিমানের।(Air India Plane Crash) এদিন বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন। যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯ জন। ৫৩ জন ব্রিটিশ নাগরিকও সওয়ার ছিলেন বিমানে। কানাডার ১ নাগরিক, পর্তুগালের ৭ নাগরিক ছিলেন বিমানটিতে। আরও জানানো হয়েছে, যাত্রীদের পরিবারের জন্য হটলাইন নম্বর 1800 5691 444 চালু করা হয়েছে।

এই বিমান সংস্থা জানিয়েছে, তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে তারা। যা তথ্য হাতে আসবে, তা সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। তবে সংবাদমাধ্যমকে হটলাইন নম্বরে য়োগাযোগ করতে নিষেধ করা হয়েছে। ওই নম্বর শুধুমাত্র যাত্রীদের পরিবার ও পরিজনদের জন্য। সংবাদমাধ্যমের জন্য 9821414954 নম্বরটি প্রকাশ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানকার নম্বর- 011-24610843, 9650391859।
LInk: https://x.com/ekhonkhobor18/status/1933446265234415739
প্রসঙ্গত, এদিন দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে বিমানবন্দর ছাড়ে বিমানটি। এর কিছু ক্ষণের মধ্যেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে ‘মে ডে’ বার্তা পাঠান পাইলট। তার কয়েক সেকেন্ডের মধ্যেই ডাক্তারদের হস্টেলে ধাক্কা মেরে বিমানটি ভেঙে পড়ে। সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়ে বিমানটি। কমপক্ষে ৫০ জন এমবিবিএস পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে লোকালয়েরও প্রচুর ক্ষতি হয়েছে। সাধারণ মানুষও মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী এবং বেশ কয়েকজন ভিভিআইপি যাত্রীও বিমানে ছিলেন বলে জানা যাচ্ছে।