আহমেদাবাদ : মাত্র কয়েক সেকেন্ড! তার মধ্যেই নেমে এল অপ্রত্যাশিত বিপর্যয়। বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদের মেঘানিনগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ যাত্রীবাহী বিমান।(Plane Crash)দুর্ঘটনায় বিপুল হতাহতের পাশাপাশি ২০ জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানটি ভেঙে পড়ার সময় ক্যান্টিনে খাওয়াদাওয়া করছিলেন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা।
Read More: আহমেদাবাদের বিপর্যস্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী! যাত্রী তালিকায় মিলল নাম
এদিন দুপুর ১টা ১০ নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে তা।(Plane Crash)২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। ভেঙে পড়ার ঠিক পরের মুহূর্তে বিস্ফোরণ ঘটায় মনে করা হচ্ছে যে, বিমানে থাকা সবারই মৃত্যু হয়েছে।

পাশাপাশি, মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদে বিমান ভেঙে পড়ার বিষয়টি সামনে আসায় ২০ জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ছাদের উপর আছড়ে পড়া বিমানের ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। সিভিল হোস্টেলে বসবাসকারী প্রায় ১৫ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। কেবল বিজে মেডিক্যাল কলেজই নয়, বিমান দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘানিনগরের অনেক ভবনও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933142934796583036?s=19