কলকাতা : এককথায় হৃদয়বিদারক। ভারতের বিমানযাত্রার ইতিহাসের অন্যতম কালো দিন হয়ে রইল ১২ জুন। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরমুহূর্তেই ২০০-রও বেশি যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান।(Plane Crash) যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। শোকের আবহ সারা দেশজুড়ে। গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Read More: জগন্নাথের স্নানযাত্রার দিনেই খুন পুরীর মন্দিরের সেবায়েত! নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন
নিজের এক্স হ্যান্ডলে মমতা লেখেন, “আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহতম দুর্ঘটনার খবরে শোকাহত এবং স্তম্ভিত। এটা অত্যন্ত দুঃখের ঘটনা।(Plane Crash) দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছি। তাঁদের সমবেদনা জানাই। যদিও সকলের জীবিত থাকার খবরের আশায় রয়েছি। বিমানের সকলের জীবিত থাকার প্রার্থনা করছি। দুর্ঘটনার খবরে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে। যদিও হতাহতের স্পষ্ট খবর নেই। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।”

শোকস্তব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। “আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত। আহতদের দ্রুত সুস্থতা ও শোকগ্রস্তদের এই বিশাল ক্ষতি মোকাবিলা করার শক্তি কামনা করছি”, জানিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933115558490464711