পুরী : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই রথ। বুধবার ছিল জগন্নাথদেবের স্নানযাত্রা। আর সেদিনই খুন হলেন ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের এক সেবায়েত।(Murder Case) তাঁকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির কাছে রাস্তা থেকে উদ্ধার হয়েছে ৮৩ বছরের সেবায়তের ক্ষতবিক্ষত দেহ।
Read More: আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান! বিপুল হতাহতের আশঙ্কা
ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জগন্নাথ দীক্ষিত।(Murder Case) তিনি মহাসুয়ার সাহির বাসিন্দা। জগন্নাথ মন্দিরের ‘সুপাকার’ বা রাঁধুনীর দায়িত্বে ছিলেন। গুড়িসাহির রাবানি চৌরার রাস্তায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় প্রবীণ সেবায়তের দেহ।

এদিন স্নানযাত্রার জন্য বুধবার পুরী শহরে কড়া নিরাপত্তা ছিল। এরপরেও হত্যাকাণ্ড ঘটায় স্তম্ভিত স্থানীয়রা। অভিযুক্ত ৬০ বছরের নারায়ণ পাত্তাযোশীকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কোনও একটি বিষয়ে জগন্নাথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল তার। এরপরই রাগের মাথায় নারায়ণ ধাক্কা দেয় জগন্নাথকে। দেওয়ালে মাথা ঠুকে মৃত্যু হয় তাঁর। জগন্নাথের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933114090475630780