আহমেদাবাদ : ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল গুজরাটে। বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান।(Plane Crash) লন্ডনগামী এই উড়ানের দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। ২৪২ জন যাত্রী ছিলেন বিমানটিতে, এমনই জানিয়েছে গুজরাট পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল।
Read More: কামরায় ঘুরছে তেলাপোকা! জওয়ানদের জন্য বরাদ্দ নোংরা কোচ, মুখ পুড়ল রেলের
এদিন দুপুর ১টা ১০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে এআই১৭১ নম্বরের এই বিমানটি। তার কিছু ক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে তা ভেঙে পড়ে।(Plane Crash) তারপর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে অনেক যাত্রী ছিলেন, এমন খবর পাওয়া গেলেও ঠিক কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এএনআই গুজরাত পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন। আর এক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানে ছিলেন মোট ১৩৩ জন।

ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে খবর, বিমানটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছোতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেন, “মেঘানিনগরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে সেটি কোন ধরনের বিমান, তা এখনও স্পষ্ট নয়।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1933101796203037164
দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য এবং দু’জন পাইলট। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। গুজরাটের উদ্দেশে রওনা দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। ঘটনায় শোকের ছায়া দেশজুড়ে। শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।