প্রতিবেদন : মেয়েদের পোশাক সম্বন্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।(Kailash Vijayvargiya) ইতিমধ্যেই এ নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। সরব হয়েছে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপে মধ্যপ্রদেশের ওই মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “আজকাল দেখি কম কথা বলে নেতাদের মানুষ পছন্দ করেন। ইউরোপের দেশগুলিতে বলা হয়, কম পোশাক পরা মেয়েরা যেমন দেখতে সুন্দর হয়, তেমনই কম কথা বলা নেতারা ভালো। কিন্তু আমি সেটা মানি না। আমার মনে হয়, কম পোশাক পরা মেয়েরা দেখতে সুন্দর হয় না। মেয়েরা দেবীর মতো, তাই পুরো পোশাক পরা উচিত।”
Read More: মুখ্যমন্ত্রীর নির্দেশমতোই রথের আগে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরের প্রসাদ
পাশাপাশি তাঁর কথায়, “আমার কাছে অনেক মেয়েরা সেলফি তুলতে আসে, ছোট পোশাক পরা। আমি তাঁদের ফিরিয়ে দিই। বলি, ভালো পোশাক পরে এসো। আমার মনে হয়, যে মেয়েরা ভালো পোশাক পরে, ভালো গয়না পরে, পুরো পোশাক পরে তারাই সুন্দর।” এর আগেও একাধিকবার মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কৈলাস। এর আগে মহিলাদের ‘শূর্পণখা’র সঙ্গে তুলনা করেছেন তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমাদের দেশে মেয়েদের দেবীর আসনে বসানো হয়। অথচ, সেই মেয়েরাই আজকাল দেখি নোংরা পোশাক পরতে। নোংরা পোশাক পরলে মেয়েদের দেবী তো মনে হয়ই না। মনে হয় শূর্পণখা।” অথচ লাগাতার রুচিহীন মন্তব্য করে চলা বর্ষীয়ান এই নেতার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেয়নি পদ্মপার্টি!
Link: https://x.com/ekhonkhobor18/status/1930896845829451901?s=19
এপ্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, কৈলাসের(Kailash Vijayvargiya) মানসিকতা পুরুষতান্ত্রিক, লিঙ্গবিদ্বেষী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিঁধতে ছাড়েনি ঘাসফুল শিবির। কৈলাসের এই মতামতকে কি তিনি সমর্থন করেন? না করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ কেন করা হচ্ছে না? আর কবে শাস্তি দেওয়া হবে? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন তুলেছে তৃণমূল। একই সুরে বিজেপি নেতাকে বিঁধেছে কংগ্রেসও। “মেয়েদের সম্পর্কে কথা বলার মতো ন্যূনতম শিক্ষা নেই বিজেপির এই নেতাদের”, স্পষ্ট জানিয়েছেন দলের মুখপাত্র পবন খেরা।